SEO সম্পর্কে জানতে গেলে আপনাদের সর্বপ্রথম কোন বিষয়ে জানতে হবে
SEO সম্পর্কে জানতে গেলে আপনাদের সর্বপ্রথম Search Engine সম্পর্কে জানতে হবে।
আপনারা কি সার্চ ইঞ্জন সম্পর্কে জানেন ?
এটি এমন কোন কঠিন বিষয় নয় Search Engine সাথে আসলে আমরা সবাই পরিচিত, ভালো ভাবে কেউ বুঝি কেউ বুঝিনা। আমরা কোন কিছু খুঁজতে গেলে Google সার্চ করি প্রকৃতপক্ষে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে Google এছাড়াও আরো কিছু সার্চ ইঞ্জিন আছে।
যেমন:
Bing – Microsoft-এর সার্চ ইঞ্জিন, যেটা Google-এর পরেই অনেক জনপ্রিয়।
Yahoo – যদিও এখন এটা Bing-এর সাথে সংযুক্ত, তবুও এটি অনেক আগে থেকেই একটি পরিচিত সার্চ ইঞ্জিন।
Baidu – এটি চীনে ব্যবহৃত প্রধান সার্চ ইঞ্জিন।
DuckDuckGo – যেটি ব্যক্তিগত গোপনীয়তার জন্য জনপ্রিয়, কারণ এটি ব্যবহারকারীদের ডেটা ট্র্যাক করে না।
Yandex – এটি রাশিয়ার অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
Pipilika – বাংলাদেশের নিজস্ব একটি সার্চ ইঞ্জিনও রয়েছে, যার নাম পিপীলিকা
প্রত্যেক সার্চ ইঞ্জিনের লক্ষ্য এক হলেও তাদের algorithm বা পদ্ধতি ভিন্ন, আর এই কারণেই SEO-এর মাধ্যমে প্রতিটি সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক পাওয়ার কৌশলও কিছুটা ভিন্ন হয়ে থাকে।
Comments
Post a Comment